বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শীতে ঢাকা ও সিলেট বিভাগে এদের দেখা যায়। ইংরেজি নাম scaly thrush. বৈজ্ঞানিক নাম Zoothera dauma. এরা আকারে ছোট পাখি। এটি আমাদের দেশে শীতের পরিযায়ী পাখি। খুব সুন্দর রংচঙা।
আকারে ২৭ সেন্টিমিটারের মতো। বাংলাদেশ ছাড়াও পূর্ব এশিয়া এবং সাইবেরিয়ায় এদের বিস্তার রয়েছে। তবে ইউরোপে এ পাখি বিরল। এরা বিশ্বে বিপদমুক্ত।
বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি রঙিলা দোয়েলের দেখা পান শৌখিন ফটোগ্রাফার খোকন থৌনাউজম। তুলে ফেলেন ছবি,,,