জহির আলিম , আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি সদর ইউনিয়নে সমৃদ্ধি প্রকল্পের আওতায় উন্নয়ন বার্ষিক ক্রীড়া কার্যক্রম, ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুস্কার বিতরণ অনুষ্ঠান করেছে। শনিবার উপজেলার বড় দুর্গাপুর বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমের অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এবং প্রবীণ কর্মসূচির আওতায়
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসলেমা খাতুন মিলি । বিশেষ অতিথি ছিলেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম তারিকুল আওয়াল সেজে, চেয়ারম্যানের পিএস মামুন, উপজেলা চেয়ারম্যান এবিএম মেস্তাকিমের পিএস, বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা