রিশাদ হোসেন খানসামা উপজেলা প্রতিনিধি:
একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ইছামতি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।
বুধবার সকাল সকাল কলেজ মাঠে উপস্থিত সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে একুশের ফেব্রুয়ারি সম্পর্কে অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন:
ভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাভাষী মানুষ পাকিস্তানি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বহু ছাত্র ও সাধারণ মানুষ। তাদের ত্যাগ ও আত্মত্যাগের স্মরণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালন করি। সকলকে ভাষার মাস সম্পর্কে জানতে হবে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।