বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
দৈনিক সমকাল পত্রিকায় ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ, পাউবোর বাধ কেটে মাছ শিকার, শিরোনামে ইটনা উপজেলা যুবদলের সদস্য সচিব তানজির সিদ্দিকী রিয়াদ সহ অন্যান্যদের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবী করে গতকাল বুধবার স্থানীয় বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের শিজলীর খাল নামক একটি খাল রয়েছে। যা থানেশ্বর গ্রামের উন্নয়নের জন্য , থানেশ্বর গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে প্রতিবছর উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে ইজারা দেওয়া হয়। ইজারা হইতে প্রাপ্ত টাকা গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় অনুদান হিসেবে ও রাস্তা ঘাট নির্মাণে ব্যয় হয়। উক্ত গ্রাম উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, তিনি ৫ আগষ্ট, ২০২৪ এর পর হইতে বিভিন্ন মামলার আসামি হওয়ায় পলাতক এবং সাধারণ সম্পাদক ছিলেন ইয়াকুব আলী ভূইয়া, তিনি বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ থাকায় সম্পূর্ণ শয্যাশায়ী। ক্যাশিয়ার ছিলেন থানেশ্বর দাখিল মাদ্রাসার সাবেক সুপার সৈয়দ শাহীমুল ইমাম, তিনি চাকরি হইতে অবসরে যাওয়ায় বর্তমানে হবিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করায় কমিটির কার্যক্রম বন্ধ ছিল। এমতাবস্থায় গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে ও খাল ইজারা দেওয়ার উপযুক্ত সময় অতিবাহিত হওয়ায় গ্রামবাসী গ্রামের তিনটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ সভা আহবান করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইজারা ও নতুন কমিটি গঠন করে। উক্ত উন্মুক্ত নিলামে ১১ জন দরদাতা অংশগ্রহণ করে। তারা প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে বিটমানি প্রদান করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে জনৈক মো: আতাউল্লাহ ১১,৫৬,০০০/- টাকায় এক বছরের জন্য ইজারা প্রাপ্ত হয়। এতদবিষয়ে ইটনা উপজেলা যুবদলের সদস্য সচিব তানজির সিদ্দিকী রিয়াদ এর কোন সম্পৃক্ততা নেই। তিনি নিলামেও উপস্থিত ছিলেন না এবং কমিটিতে ও নেই। আল মোজাহিদুল ইসলাম ভুইয়ার খাল দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। উক্ত খালের আসেপাশে আল মুজাহিদুল ইসলাম ভুইয়ার কোন জমিজমাও নেই। আল মুজাহিদুল ইসলাম ভুইয়া একজন মাদকসেবি এবং সন্ত্রাসী প্রকৃতির লোক, তিনি সহ আরও কতিপয় উগ্রবাদী সন্রাসি প্রকৃতির লোক জোরেবলে শিজলীর খালের দখল নিতে চায় এবং বিনা ইজারায় ভোগ করতে চায়। আল মুজাহিদুল ইসলাম ভুইয়ার এমন অসত উদ্দেশ্য গ্রামবাসী কখনো মেনে নিবে না। তাই আমরা সাধারণ গ্রামবাসী সমকাল পত্রিকায় প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে উক্ত সংবাদ প্রত্যাহারের দাবি জানাই। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সেক্রেটারি সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, কৃষকদলের দলের সদস্য সচিব মাহফুজ মিয়া, বাদলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ভূঁইয়া, নাজিমউদ্দিন ভুঁইয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা