খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ
রিশাদ হোসেন
গত আগস্ট মাস জুড়ে খানসামা উপজেলায় হালকা আকারের বৃষ্টিপাত হয়েছে এবং অধিক তাপদাহের কারণে দেখা দিয়েছে খড়া। আমন ধানের শীষ বের হওয়ার সময় জমিতে পানি কৃষকের ভাষায় (রস) না থাকায় শীষ বের হচ্ছে ধীর গতিতে।
অনাবৃষ্টির কারণে জমিতে সার প্রয়োগ করছেন না কৃষকেরা ।পানি না থাকায় নানা ধরনের পোকার আক্রমণ ও দেখা যাচ্ছে এতে স্প্রে করতে হচ্ছে কৃষকদের।
খানসামা উপজেলার কাচিনিয়া,হাসিমপুর,নলবাড়ি, দুবুলিয়া,বটতলী সহ বেশ কয়েকটি এলাকায় কৃষকদের সেচ প্রদান করতে দেখা দেখা গেছে ।
অনেকে কৃষকের সাথে কথা বললে তারা বলেন : এ বছর পানি সময় মত না হওয়ায় ধানের ওজন ও ফলন কম হওয়ার সম্ভবনা বেশি ।
আবহাওয়া বার্তার একটি সূত্রে জানা গেছে সুখবর আজ রাত ৯ টার পর রংপুর বিভাগের সবকটি জেলাতে যেকোন সময় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৪
চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে বৃষ্টিপাত হলে ধানের ফলনে বৃদ্ধি পাবে এতে আগাম ধান ঘরে তোলার সম্ভবনা রয়েছে।