খানসামা উপজেলা প্রতিনিধি ;রিশাদ হোসেন
দিনাজপুরে খানসামায় আত্রাই নদীর পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাকিনিয়া গ্রামের বগুড়াপাড়া প্লাবিত হয়েছে।
রোববার (৭ জুলাই) সকাল ১১টায় সেখানকার পানিবন্দী ৭পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনসহ ইউপি সদস্যগণ।
শনিবার (৭ জুলাই) এর চেয়ে ৪৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা ছিল ১৩৩ সেন্টিমিটার। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় উপজেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়ে নিম্ন এলাকাগুলো নিমজ্জিত হয়েছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর পানি। রোববার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই অংশে বিপদসীমা ৪৩ দশমিক ৭০ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৪৫ দশমিক ৫০মিটারে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। রোববার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরে ৩৩ দশমিক ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, আমি সরজমিনে গিয়ে পানিবন্দী ৭ পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই পানি নেমে যাবে।