স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. সাদিকুল ইসলাম (১৯) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাদিকুল ইসলাম উপজেলার চরআলগী ইউনিয়নের কিনারআলগী চরের মো. সাইফুল ইসলামের ছেলে ও পেশায় একজন বাদাম বিক্রেতা।
বুধবার (২৬ জুন) রাতে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার মেজরভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গফরগাঁও থানা পুলিশ।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের কিনারআলগী চরে নানার বাড়িতে কিশোরী (১২) প্রাকৃতিক ডাকে সারা দিতে গত মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়। এসময় আগে থেকে উৎপেতে থাকা বখাটে মো. সাদিকুল ইসলাম মুখে গামছা পেঁচিয়ে রিফাত (২০) ও মো. শরীফ (২১) নামে দুইজন সহযোগীর সহযোগীতায় পার্শ্ববর্তী মো. আলী মিয়ার বাঁশ ঝাড়ে নিয়ে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে গেলে কিশোরী (১২) একই এলাকার আবুল মনসুর(৫০) বাড়িতে ভোর রাতে আশ্রয় নেয়। সকালে আবুল মনসুর অসুস্থ অবস্থায় কিশোরী (১২) কে নানার বাড়িতে দিয়ে আসে। কিশোরী (১২) কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে নানা হযরত আলী (৬২) গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে। ধর্ষিতার নানা হযরত আলী বলেন, আমি সুবিচার চাই।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান খান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মো. সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।