মো. হুমায়ুন কবির
গলাচিপা উপজেলা প্রতিনিধি:
“যাদের কেনার সামর্থ নাই, তাদের জন্য রেখে যাই”এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবের সামনে স্থাপন করা হয়েছে “ডোনেট বক্স”।
সরাসরি কৃষকের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য গলাচিপা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ২ ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছিল টোল ও খাজনা ফ্রি কাঁচাবাজার।
গলাচিপা অফিসার্স ক্লাব মাঠে গলাচিপা পৌরসভা ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুরু হওয়া এ কাঁচাবাজা এর পাশেই স্থাপন করা হয়েছে “ডোনেট বক্স”।
বর্তমানে নাভিশ্বাস অবস্থার বাজারে যাদের কোন আয় নেই তারা এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা কাঁচা বাজার ক্রয় করার সামর্থ নেই তারা এখান প্রয়োজনীয় কাঁচাবাজার সংগ্রহ করবেন।
যাদের সামর্থ তারা ডোকেট বক্সে কাঁচাবাজার ক্রয় করে রাখবেন। যাদের সামর্থ আছে তারা তাদের সামর্থ অনুযায়ী কাঁচাবাজার কিনে ডোনেট বক্সে রাখার অনুরোধ জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।