মো. হুমায়ুন কবির
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন থেকে মিনতি রানী মন্ডল (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) সকালে গলাচিপা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের পশ্চিম রতনদি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিনতি রানী মন্ডল (৫৫)গলাচিপা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের স্কুল শিক্ষক অনুকূল চন্দ্র মন্ডলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম রতনদী এলাকার মন্ডল বাড়িতে। অনুকুল মন্ডল এর স্ত্রী মিনতী রানী(৫৫) বাড়িতে একা থাকা অবস্থায় নিজ টিনসেট ঘরের মেঝের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে গলাচিপা থানা পুলিশকে জানালে ঘটনা স্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে আসে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।