মো. হুমায়ুন কবির
(গলাচিপা উপজেলা প্রতিনিধি):
গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে গত জুলাই -আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত/ নিহতদের স্মরণে -“স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা এর সঞ্চালনায় ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০:৩০ গলাচিপা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় জুলাই-আগষ্টে সংঘটিত গণহত্যায় আহত/ নিহতের পরিবারকে ফুল দিয়ে বরণ করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, গলাচিপা সেনাক্যাম্প. কমান্ডার মেজর এমএ মুহিত, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাও ডা. মো. জাকির হোসাইন, ইসলামী আন্দোলন গলাচিপা শাখার সেক্রেটারি মাও. মো. জাকির হোসাইন, বিভিন্ন ইউনিয়ন ইউপি. চেয়ারম্যান গণ, গলাচিপার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার সমন্বক মো. রুবেল মাহমুদ।
এছাড়াও উপস্থিতি ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গলাচিপা উপজেলার যে সকল জাতির সূর্য সন্তান জুলাই বিপ্লবে নিহত/ আহত হয়েছেন সেসকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপা উপজেলার সমন্বয়ক, গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সভায় আহত/নিহত পরিবারের সদস্যরা আহত/ নিহতদের স্মৃতিচারণ করে আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে দেশের এবং তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন। যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা পেয়েছি তাঁদেরকে যেন যথাযথ সম্মান জানানো হয়, স্বৈরাচার যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।