ডেক্স রিপোর্ট
হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ মোশারফ হোসেন (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজ আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই আতাউল গনি মজুমদারসহ পুলিশের একটি দল মনতলা-চৌমুহনী সড়কের মেস্তুুরী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০ কেজি গাঁজাসহ মোশারফ হোসান নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেন।
এসময় আটককৃত মাদক কারবারী কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, আটককৃত ব্যক্তি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানোর প্রস্তুুতি চলছে।