মোঃ ইয়াছিন রুবেল
নোয়াখালী প্রতিনিধি:-
অদ্য সকাল ১০:০০ ঘটিকায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জমজমাট আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের পক্ষে জনাব মোহাম্মদ ইব্রাহীম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),নোয়াখালী।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর নোয়াখালী জেলার বাছাই পর্ব ম্যাচ এ নোয়াখালী জেলার বিভিন্ন থানার টিম অংশগ্রহণ করে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন ও বাছাই পর্বে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী, জনাব মোহাম্মদ নাজমুল হাসান রাজিব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী সহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।
বাছাইপর্বে প্রদর্শিত নৈপুণ্যের উপর ভিত্তি করে নোয়াখালী জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড় বাছাই করা হবে । আগামী ১৮-২০ ফেব্রুয়ারি-২০২৪ চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর মুল পর্বে নোয়াখালী জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবে।