ডেস্ক রিপোর্টঃ-
কুমিল্লার চান্দিনা মোকামবাড়ি হইতে বদরপুর সড়কটি পৌরসভার ময়লা ও সড়কটির দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তির পথ শেষ নেই। পৌরসভা ময়লাপালার জন্য নির্দিষ্ট কোন ডাম্পিং জোন না থাকার কারণে তারা যখন যেখানে খুশি সেখানে পৌরসভার সমস্ত ময়লা ফেলছে। পৌর কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ময়লা ফেলার পর সর্বশেষ তাদের নিরাপদ স্থানে হিসেবে বেছে নিয়েছে মোকামবাড়ি - বদরপুর সড়কের ডুমুরিয়া ব্রিজের সংলগ্ন রাস্তা দুইপাশ। সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে সমস্ত পৌরসভার ময়লা পৌর গাড়ি দিয়ে এনে রাখার কারণে ময়লা দুর্গন্ধে রাস্তা দিয়ে মানুষ চলাচলে বহু কষ্ট হচ্ছে। ময়লা গুলো মেঘ বৃষ্টিতে ভিজে এমন তীব্র দুর্গন্ধ বের হচ্ছে এ রাস্তা দিয়ে মানুষ যানবাহন দিয়ে যাওয়া আসা করার সময় ময়লা দুর্গন্ধে অনেকে বমি করে দেয়। মেয়েকে নাক চেপে ধরে বহু কষ্টে জায়গাটা পার হচ্ছে।
পৌরসভাটি প্রতিষ্ঠার দুই যুগেও গড়ে উঠেনি বর্জ্য ব্যবস্থাপনায় নিজস্ব কোন ডাম্পিং সেন্টার। বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন সময়ে সড়কের পাশে ফেলা হচ্ছে পৌর এলাকার সব ময়না-আবর্জনা। দীর্ঘ কয়েক বছর একই স্থানে ময়লা-আবর্জনা ফেলায় ওইসব এলাকায় দেখা দেয় চরম জনদুর্ভোগ।
১৯৯৭ সালে চান্দিনা পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে কখনো মহাসড়কের পাশে আবার কখনো আঞ্চলিক সড়কগুলোর পাশে ময়লা-আবর্জনা ফেলে পৌর কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার স্থান বেছে নেয় গুরুত্বপূর্ণ চান্দিনা-বদরপুর সড়কের ডুমুরিয়া ব্রিজ এলাকা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রবেশপথ ওই চান্দিনা-বদরপুর সড়ক। সড়কের প্রবেশদ্বারে পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপ দেখে মনে হয় রাস্তা তো নয় যেন ময়লার ভাগাড়! শুধুমাত্র পৌরসভার ময়লা ফেলার কারণে রাস্তাটি নষ্ট হয়নি রাস্তাটির দীর্ঘদিন সংস্কার না করার কারণে রাস্তার মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হয় যানবাহন ও মানুষ চলাচলের ভোগান্তির শেষ নেই।
পৌর কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনায় সড়কের উপর ফেলা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সড়কে চলাচলরত যাত্রী ও পথচারীরা। ওই সড়কে চলাচলরত স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষদের নাক-মুখ চেপে অতিক্রম করতে হচ্ছে সড়কের ওই অংশটি। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার বাসিন্দারাও।
সড়কটির দুইশ’ মিটারেরও বেশি এলাকাজুড়ে দুই পাশে প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলায় দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে পাকা সড়কটি। এতে যান চলাচলেও চরম ভোগান্তি দেখা দিচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন যাবত ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে পাশের সরকারি খাল ও মানুষের জয়গায়ও ময়লার স্তূপে চাপা পড়ে যাচ্ছে।
ওই সড়কে চলাচলরত যাত্রী উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের বাসিন্দা রাজন সরকার জানান, সড়কটি দিয়ে উপজেলার বরকরই, মাইজখার, বাড়েরা, মহিচাইল ও কেরণখাল ইউনিয়নের হাজারও মানুষের প্রতিদিনের যাতায়াত। যখনই ডুমুরিয়া ব্রিজের কাছাকাছি আসি তখনই নাকে-মুখে কাপড় বা টিস্যু চাপা দিতে হয়। পৌরসভার এমন অব্যবস্থাপনা মোটেও জনগণের কাম্য নয়।
সিএনজি চালক ফখরুল জানান, যাত্রীরা নাক-মুখ চেপে ধরার সুযোগ থাকলেও আমরা যারা ড্রাইভার প্রতিদিন দুর্গন্ধ নিয়েই চলাচল করছি। ওই ময়লার স্তূপে প্রায় সময় আগুন দেয়া হয়। ওই আগুনে আবর্জনার সঙ্গে থাকা পশু-পাখির মরদেহ পুড়ে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ওই দুর্গন্ধে বমিও করে ফেলে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মুন্সি জানান, ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আমার ১২ শতাংশ জমি রয়েছে। যখন থেকে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা শুরু করেছে তখন আমরা বাঁধা দেই। কিন্তু কেউ আমাদের কথা কর্ণপাত করেনি। সড়কের দুইপাশে ময়লার স্তূপ বেড়ে যখন আমাদের জায়গা ভরাট হয়ে যাচ্ছিল তখন আমরা মেয়র মফিজুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘জায়গা বিক্রি করে চলে যাও’। এখন নতুন মেয়র আসছেন, আমরা ওই মেয়রকেও জানাই। তিনিও কোন ব্যবস্থা করেননি।
মহারং গ্রামের আবদুল আলিম অভিযোগ করেন- তার বাড়ির সামনে সড়কের পাশে প্রতি রাতে ময়লা-আবর্জনা ফেলে যায় পৌরসভার কর্মীরা। এতে তার পরিবারসহ আশপাশের লোকজনদের অনেক সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সুরাহা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা