ডেস্ক রিপোর্টঃ-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, যা শতাব্দী ধরে গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, আজ বিলুপ্তির পথে। আধুনিক প্রযুক্তির বিকাশ এবং প্লাস্টিক, মেলামাইন, অ্যালুমিনিয়াম, সিলভার পণ্যের সহজলভ্যতার কারণে মাটির তৈরি পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে মৃৎশিল্পীদের পেশাগত সংকট গভীর হয়েছে।
কালিহাতীর কুমার সম্প্রদায়, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটি দিয়ে হাড়ি, পাতিল, ঠিলা, কলসী, ফুলের টব ও দেব-দেবীর মূর্তি তৈরি করে আসছে, এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন। এমনকি কিছু পরিবার জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছে পার্শ্ববর্তী দেশে।
উপজেলার মৃৎশিল্পী খুশী মোহন পাল ও হরিদাস পাল জানান, কাঠ ও মাটির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তার ওপর বাজারে প্রতিযোগিতার ফলে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে গেছে, যা এই শিল্পকে টিকিয়ে রাখতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সরকারি ও বেসরকারি সহায়তার অভাবে এবং আধুনিক পণ্যের সাথে প্রতিযোগিতার কারণে মৃৎ শিল্প এখন অস্তিত্ব সংকটে। তবে যথাযথ উদ্যোগ ও সহযোগিতা পেলে, অনেকেই বিশ্বাস করেন, এই প্রাচীন শিল্পকে আবারও পুনরুজ্জীবিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা