ডেস্ক রিপোর্টঃ-
নওগাঁয় একদিনের ব্যবধানে কমেছে ডিমের দাম। প্রতি হালি ডিমে কমেছে ৪ টাকা।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের বিভিন্ন বাজারে প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ডিম ব্যবসায়ী মো. রাসেল আহম্মদ বলেন, গত কয়েক দিন ডিমের বাজার অস্থিতিশীল ছিল। ডিমের সরবরাহ না থাকায় এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এক সময় প্রতি হালি ডিম সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রতি হালি ডিম ৫৪ টাকায় বিক্রি হয়েছে। আজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রশাসন কাজ করছে। তারই ধারাবাহিকতায় কঠোর বাজার নজরদারির ফলে এ সুফল পাওয়া গেছে।