রাশেদ রাসু, জেলা প্রতিনিধি নড়াইল,
নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তের এলোপাথাড়ী কোপে আনিস শেখ (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামের চর-কান্দিপাড়ার টুকু মোল্লার ইটের ভাটার মধ্যে এ খুনের ঘটনা ঘটে।
নিহত আনিস শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মুসা শেখের ছেলে ও কলাবাড়িয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) সোহেল শেখের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টার পর আনিস
বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী জিন্নাতের মুদি দোকানে যান এবং সেখানে কিছু সময় কাটান।
কিছু সময় পর আনিস ওই দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হন এবং হাঁটা শুরু করলে ১০/১৫ জনের দুর্বৃত্তের দল তাকে ধাওয়া করে। জীবন বাঁচাতে আনিস দৌড়ে বাড়ির অদূরে টুকু মোল্লার ইটের ভাটার মধ্যে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। স্হানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিসের মৃত্যু হয়।
নড়াগাতী থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত)মোঃ বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতের মরদেহ খুলনা মেডিকেলে মর্গে রাখা আছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা