মোঃ সিরাজুল ইসলাম
ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলা প্রতিনিধি:-
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৪ নং সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ নাহিদ সিকদার আজ ২২ অক্টোবর মঙ্গলবার তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন,
তাহার পরিবার সূত্রে জানা যায় রাতে ঘুমানোর পরে সকালে ডাকাডাকি করলেও তেমন সাড়া না দেওয়ায় স্থানীয় ডাক্তার দিলীপ চন্দ্র হালদার কে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে তাকে মৃত্যু বলে ঘোষণা করে । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহার মৃত্যু স্টক জনিত কারণ হিসেবে উল্লেখ করা হয়। তিনি দুই স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান বিকেল পাঁচটায় ঐতিহ্যবাহী সিকদার বাড়ি ঈদগাহ ময়দানে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। লাখো জনতা অশ্রুসিক্ত নয়নে প্রিয় চেয়ারম্যানকে শেষ বিদায় জানান। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে । মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৩ বছর।