৯/০৭/২০২৪
বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ):- নিকলী উপজেলার ঘোড়াউএা ও রোদারপুড্ডা নদীতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উওোলনের অপরাধে ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। এসময় দুটি ড্রেজার জব্দ করা হয়।এব্যাপারে রাতে শিংপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর ও জারুইতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন বাদী হয়ে নিকলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।গ্রেফতার কৃতরা হলেন,রফিকুল ইসলাম, মো: জাহিদ, আলামিন, আনিস ও বাদল। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, নিকলী থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে দুটি ড্রেজার,একটি বড় বলগেট জব্দ করা হয়। অবৈধ ড্রেজারে থাকা ৫ জন কে গ্রেতার করা হয়েছে। অন্যরা পালিয়ে যান। এ অভিযান অব্যাহত থাকবে। নিকলী থানার ওসি মো: মোশাররফ হোসেন জানান,গ্রেফতার কৃতদের আদালতে পাঠানো হবে।
বার্তা প্রেরক
বিজয় কর রতন
দৈনিক সমকাল
মিঠামইন কিশোরগঞ্জ
মোবাইল০১৭২৪৩৬২৭৪৪