মো. হুমায়ুন কবির
গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবনে মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতাসীর মামুনের সঞ্চালনায় সুশৃঙ্খলভাবে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রাজা মিয়া প্রধান শিক্ষক সুয়রি মাধ্যমিক বিদ্যালয় ও সাধারণত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি সিদ্দিকুর রহমান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, বিশেষ অতিথি এম, এ, মতিন আহবায়ক, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখা, মনজুরুল আহমেদ সদস্য সচিব, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখা, জাহাঙ্গীর হোসেন খান সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, খন্দকার মশিউর রহমান (শাহীন) সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, এছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা