কাজী মোঃ আবু জাফর
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ-
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল,সাবেক জেলা শিবিরের সভাপতি জামায়াত নেতা সাখাওয়াত হোসেন,এছাড়াও জামায়াত নেতা কাজী মোঃ আবু জাফর,মাহিদুল ইসলাম,আনোয়ার হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন ফরিদগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন,উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ফরিদগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।এবং জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী সামগ্রিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা