স্টাফ রিপোর্টারঃ-
আব্দুস সালাম মোল্লা
প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার এ বাজার বসছে। শহরের ঝিলটুলীতে অবস্থিত স্পিং হিল হাসপাতালের পাশে অস্থায়ী এই জনতার বাজার কে কেন্দ্র করে সকাল থেকেই জমে উঠে বেচাকেনা।
সরেজমিনে বুধবার (১৩ নভেম্বর) খোঁজ নিয়ে দেখা যায়, মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ছাড়াও সব ধরনের লোকজনই এখানে ভিড় করছেন। মূলত বিভিন্ন শাকসবজি এবং তরকারি কিছুটা কম দামে পাবার আশায় ছুটে আসেন জনগন এখানে। তাছাড়া এখানকার পণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকেই সংগ্রহ করা হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতারা জানান, এখানে প্রতি শনিবার ও বুধবার জনতার বাজার বসে। আর সেখান থেকে সদাই করার উদ্দেশ্যে তারা এখানে আসছেন।
তারা আরো জানান, বাজার থেকে কম মূল্যে এবং মানসম্মত পণ্য পাওয়া যায় এখানে। এ ব্যাপারে বাজারের আয়োজকরা জানান, জনতার বাজার জনগণের প্রত্যাশা পূরণে এখন পর্যন্ত সফল হয়েছে। বেচাকেনা ভালো হওয়ায় তারাও অনেকটা আশাবাদী।
ভবিষ্যতে এই বাজারটি আরো ভালো করবে। এতে সাধারণ লোকের অর্থের সাশ্রয় হবে, পাশাপাশি এখান থেকে মানসম্মত এবং তাজা শাকসবজি ক্রেতাদের হাতে তুলে দেয়াই তাদের প্রধান লক্ষ্য। তারা আরো জানান, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা