সরকার আব্দুর রাজ্জাক(জামালপুর জেলা প্রতিনিধি):
জামালপুরের বকশীগঞ্জ থানার ৭ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে শীত বস্র বিতরণ করেছেন জেলা পুলিশ প্রশাসন। ১২ ডিসেম্বর সকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ব্যবস্থাপনায় থানা ক্যাম্পাসে উপজেলার সকল গ্রাম পুলিশের মাঝে শীত বস্র বিতরণ করা হয়।
শীত বস্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম) সোহেল মাহমুদ । শীত বস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে পুলিশের প্রথম শুভাকাঙ্ক্ষী। পুলিশ সব সময় মনে করে পুলিশের সকল কাজের অংশীদার গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশদের পাশে থেকে সার্বিক সহায়তা করতে চায় পুলিশ। আলোচনা শেষে বকশীগঞ্জ থানার ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীত বস্র বিতরণ করেন প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ।