সরকার আব্দুর রাজ্জাক
জামালপুর প্রতিনিধি
জামালপুরে বকশীগঞ্জে জাল টাকাসহ জুয়েল (৩৬),খলিলুর রহমান (২৬) নামে ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জুয়েল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি গ্রামের ইয়াসিন ছেলে ও খলিলুর রহমান ময়মনসিংহ জেলার কাচিঝুলি মসজিদ রোডের মোস্তফা কামালের ছেলে ।থানা পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে কামালপুর বাজারে রাতে ১ হাজার টাকার ১ টি, ৫০০ টাকার ৯ টি জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়। ক্রয় বিক্রয়ের সংবাদের ভিত্তিতে এসআই আবু সাইদ নেতৃত্বে কামালপুর বাজারে আভিযান চালায়। এ সময় জুয়েল ও খলিলুর রহমানের কাছে কাছে থাকা১ হাজার টাকার জাল নোট ১ টি ৫০০ টাকার ৯ টি জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবারে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
১০/২/২০২৫