সরকার আব্দুর রাজ্জাক,বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে কম্বল বিতরণ করা হয়েছে।
সিটি ব্রোকারেজ এর এসএভিপি সাইফুল ইসলাম মাসুমের ব্যক্তিগত উদ্যোগে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের নিজ বাড়িতে দুই শতাধিক অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে সাইফুল ইসলাম মাসুম , তার ছোট ভাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এসএম আবু সায়েম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম মাসুম জানান, প্রতি বছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার অহসায়, গরিব মানুষের মাঝে শীতবস্ত্র করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও কম্বল বিতরণ করা হয়েছে।