সরকার আব্দুর রাজ্জাক বকশীগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে অবস্থিত রাবেয়া প্লাজায় অনুষ্ঠিত ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের জামালপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেন।
রূপালী ব্যাংক লিমিটেড বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক একেএম আহসানুল হামিদের সভাপতিত্বে ঋণ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রূপালী বাংক লি: এর জামালপুর জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপাক মোহাম্মদ শাহজাহান।
কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ৯ জন গ্রাহককে মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী , ব্যবসায়ী, শিক্ষক ও সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
সরকার আব্দুর রাজ্জাক
বকশীগঞ্জ, জামালপুর
০৬.১২.২০২৩ইং