মোঃ মিজানুর রহমান(চরফ্যাশন প্রতিনিধি)
মহান বিজয় দিবসে শহীদ স্মৃতি ফলকে চরফ্যাশন বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা ও র্্যালি আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে উপজেলার সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতি ফলকে বিএনপির মুলদল ও অঙ্গ সংগঠনের সদস্যরা এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও র্্যালি আয়োজন করেন। এসময়
বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ,যুবদলের সাবেক সফল সভাপতি আশ্রাফুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ কাউস মিয়া আবদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বকসি উপস্থিত ছিলেন । এসময় যুবদলের সভাপতি আশ্রাফুর রহমান দিপু বলেন,৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে বাংলার সন্তানরা হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাকে মুক্ত করে। আমরা এই দিনে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের স্মরণের মাধ্যমেই আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় র্্যলির বের হয়। বিজয় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা