চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
মহান বিজয় দিবসে শহীদ স্মৃতি ফলকে চরফ্যাশন প্রেসক্লাব পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে উপজেলার সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতি ফলকে প্রেসক্লাবের সদস্যরা এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল বলেন,৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে বাংলার সন্তানরা হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাকে মুক্ত করে। আমরা এই দিনে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের স্মরণের মাধ্যমেই আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাব সহ-সভাপতি এম লোকমান হোসেন (নাগরিক টিভি) ,কামরুল শিকদার (কালের কন্ঠ) ,যুগ্ম সাধারণ সম্পাদক মিজান নয়ন (ইত্তেফাক),সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী (ভোরের কাগজ), বার্তা সম্পাদক শাহাবুদ্দিন শিকদার (মানব জমিন) ও দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান নাজমুলসহ (দৈনিক জনতা) আরও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা