বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
গতবছর ভারতের ত্রিপুরা রাজ্যের কুমারঘাটে উল্টো রথের দিন ইসকনের আয়োজনে বের হওয়া রথ টি বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুতপৃষ্ট হয়ে ৬ জন মারা গিয়েছিলেন৷ ( সুত্র:আনন্দ বাজার) সেখান থেকেই আমাদের সতর্ক হওয়া উচিৎ ছিলো। পুরো রথই ছিল লোহার তৈরি।
আজ রথের দিন বাংলাদেশের বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধশত মানুষ। (সুত্র : প্রথম আলো) এখানেও রথ বানানো হয়েছে লোহা দিয়ে৷
শুধুমাত্র কাঠ দিয়েই রথ বানানোর নিয়ম বলে জানতাম। ছোট বেলা থেকে শুনে এসেছি রথ বানানোর জন্য পেরেক পর্যন্ত ব্যবহার করা হয় না। অথচ ইদানিং রথগুলো আধুকিতায় সাজাতে গিয়ে নিয়মের বাহিরে গিয়েও অনেক কিছু ব্যবহার করা হয়।