শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। এছাড়াও আহত হয়েছেন আরও ৬ জন।
রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় ওই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক সময়ে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সন্ধ্যার দিকে পুড়ে যাওয়া ড্রামের নিচ থেকে পুড়ে বিকৃত অবস্থায় আরেকজনের লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন।
লাশ বিকৃত হওয়ায় তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় এখানো জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।
স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। পাশে রাখা ড্রাম ও বোতাম তৈরির উপকরণে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভানোর চেষ্টা করা হয়। এসময় কারখানার লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
মিজান মিয়া নামের এক শ্রমিক বলেন, ‘দুপুরের খাবার খাওয়াদাওয়া করছিলাম। হঠাৎ শুনি আগুন লাগছে। আমরা দৌড়ে বের হলাম। এসময় আমাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’
আলম মিয়া নামের একজন বলেন,’ ভেতরে ব্রয়লার থেকে আগুন লাগে। প্রচন্ড ধোঁয়ায় আমাদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে আমরা দৌড়ে বের হই।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। পরে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ২জন নিহত হয়েছে। আমরা তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছি। এ অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।