দিনাজপুর (খানসামা ) প্রতিনিধিঃ
রিশাদ হোসেন
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে বিক্ষোভ ও মানববন্ধন কারী মুসল্লিরা।
দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রানীরবন্দরে ভারতে হিন্দু পুরোহিত রামগিরি কতৃর্ক মহানবী (সাঃ) ও ইসলাম নিয়ে কটূক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতিশ নারায়ণ মসজিদে ঢুকে মুসলিমদের হামলার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন:ওলামা মাশায়েখ,রানীরবন্দর,দিনাজপুর।
গতকাল ৪ অক্টোবর শুক্রবার, জুম্মার নামাজ আদায়ের পর মুসল্লিদের অংশ গ্রহনের মধ্যে দিয়ে বৃহৎ আকারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় হাতে পতাকা সকলের মুখে মুখে তাকবীর । উক্ত সমাবেশের বক্তারা ও উপস্থিত সকলের চাওয়া ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজের বিচার দাবি করেন।
ইহা ছাড়াও খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনিয়া বাজারে ও সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।