জোনাইদাল হাবীব সিয়াম
স্টাফ রিপোর্টার,গাজীপুর
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার হওয়া হাতির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। হাতির আক্রমণে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জাবের হোসেনের ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বন বিভাগের কর্মীরা হাতিটিকে সাফারি পার্কের হাতিশালায় রাখেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হাতিকে নিয়ে চাঁদা তুলছিলেন মাহুত। হঠাৎ করে হাতিটি বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে হাতিটি স্থানীয় হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায়। এ সময় হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে মাহুত তাকে আঘাত করতে থাকে। ওই সময় রাগান্বিত হয়ে হাতিটি তার মাহুত নজরুল ইসলামকে আছড়ে পায়ের নিচে পিষে হত্যা করে।
তিনি আরও জানান, হাতির মাহুত নজরুল ইসলাম হাতিকে নিয়ে পোলসাইর বাজারে চাঁদা তুলছিলেন। এ সময় ভুল সংকেত দিলে হাতিটি নজরুল ইসলামকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে পায়ের নিচে পিষে হত্যা করে। সাফারি পার্ক থেকে পশুচিকিৎসকসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণ করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা