বিজয় কর রতন
কিশোরগঞ্জ প্রতিনিধি:-
মিঠামইন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মো: আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় বক্তব্য, নরুলআমিন ( শিক্ষক), সাদেকুর রহমান (শিক্ষা কর্মকর্তা), আসমা আক্তার (মহিলা বিষয়ক কর্মকর্তা), মোতালিব মিয়া(প্যানেল চেয়ারম্যান ঘাগড়া), মো:মিজানুর রহমান ( একাডেমি সুপার), সাইফুল ইসলাম (ফায়ার সার্ভিস), নুরফনা আক্তার (আনসার ভিডিপি),রিপন (নৌ পুলিশ), বিজয় কর রতন (সাংবাদিক), মো:আমিরুল ইসলাম(বিএডিসি), মো:তাজুল ইসলাম (চেয়ারম্যান বৈরাটী),মো:আনোয়ার হোসেন ( চেয়ারম্যান গোপদিঘী),ভানু রঞ্জন বিশ্বাস ( শিক্ষক), মো:তাজুল ইসলাম (জামাতে ইসলামি) এড,জাহিদুল আলম জাহাঙ্গীর (সভাপতি উপজেলা বিএনপি),মো:সফিউল আলম ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা)প্রমুখ।