ডেস্ক রিপোর্টঃ-
মেহেরপুরের গাংনীতে স্কুল শিক্ষক জাকিউল ইলমা জাকিয়া হত্যার প্রতিবাদে বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে গাংনী উপজেলা চত্বরে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকেরা জাকিউল ইলমা জাকিয়ার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।