রাশেদ রাসু, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলাসহ ৪ জনকে বেধড়ক মারপিট করেছে একদল দুর্বৃত্ত। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের লক্ষ্মীপাশা পশ্চিমপাড়ায় নেপাল বিশ্বাসের সাথে শ্যামল বিশ্বাসের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ১১ টায় ওই পাড়ার নেপাল বিশ্বাসের নেতৃত্বে বলো বিশ্বাস, গোলক , প্রদীপ, সহদেব বিশ্বাস সহ ৭/৮ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, লাঠি সোঠা, রামদা, ছ্যানদা, হকিস্টিক, লোহার রড নিয়ে অতর্কিতভাবে হামলা করে শ্যামল বিশ্বাসের বাড়িতে। হামলায় শ্যামল বিশ্বাস(৫০) তার স্ত্রী দিপালী বিশ্বাস (৪৫), তার মেয়ে অনার্স পড়ুয়া শিউলি বিশ্বাস (২২) ও অমেলা বিশ্বাসকে(৬৩) বেধড়ক মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়।
এ সময় দুর্বৃত্তরা শ্যামল বিশ্বাসের বাড়ি ভাঙচুর করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং যার সময় হুমকি দিয়ে বলে যায়, 'এ নিয়ে বাড়াবাড়ি করলে আবারও মারপিট করা হবে বলে হুংকার দেয়'।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য ভর্তি করেন আহতরা লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি কাঞ্চন কুমার রায় জানান, ঘটনা শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা