রাশেদ রাসু, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল, প্রতিনিয়তই স্থানীয় ভাবে মীমাংসা করেও এ দুই দলের বিরোধ বন্ধ করা সম্ভব হয়নি।
দীর্ঘদিনের চলমান গ্রাম্য বিরোধ নিরসনের লক্ষ্যে
ইউপি চেয়ারম্যান এস এম নূর মোহাম্মদ এর উদ্যোগে বুধবার (৫জুন) বিকাল ০৪ টায় লোহাগড়া থানা ধীন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শান্তি মীমাংসা মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় শান্তি মীমাংসার মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা সাবেক চেয়ারম্যান ফয়জুল আমির লিটু,উপজেলা আওয়ামী- লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন,জেলা আওয়ামী- লীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, লোহাগড়া সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, ইতনা ইউনিয়ন চেয়ারম্যান মো. শিহানুক রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন, লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান এস.এম নুরমোহাম্মদ, কবিরুল হক লাবু, উপজেলা আওয়ামী- লীগের নেতা মো.জাহিদুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ প্রমুখ।
এ সময় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান এস এম নূর মোহাম্মদ। সভায় বাঁকা গ্রামের মেম্বর জিরু কাজী ও মো.আক্তার মোল্যা সহ উভয়পক্ষের নেতৃত্বদানকারী লোকজন ভবিষ্যতে কোন প্রকার আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হবে না বলে অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা