রাশেদ রাসু, জেলা প্রতিনিধি নড়াইল,
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ শেষ হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের এ. কে. এম ফয়জুল হক রোম ৩৯,৬৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হেলিকপ্টার প্রতিকের এস এম এ হান্নান রুনু ২৬,৬০০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতিকের মোস্তফা কামাল লিয়ন ২৩,৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টিয়া পাখি মার্কা প্রতিকের এফ আর রোমান রায়হান ২১,৫৩৯ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতিকের ফারহানা ইয়াসমিন ইতি ৩৬,৭১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতিকের কাকলী বেগম ২৫,০১৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এ বিষয়ে রিটানিং কর্মকর্তা (নড়াইল সদর ও লোহাগড়া) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে সারাক্ষণ রিটানিং অফিসার নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত কাজ করেছেন। এছাড়াও প্রশাসন, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিরবচ্ছিন্ন ভাবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তৎপর ছিলেন। যার কারণে কোন ধরনের সহিংসতা ছাড়া নির্বাচনের ভোট গ্রহণ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লোহাগড়া উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১০ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং নারী ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন। এছাড়া ২ জন হিজড়া ভোটার ছিলেন। নির্বাচনে এই উপজেলায় ৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।