বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাবেক ফুটবলার ও
শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী প্রনয় পালকে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (২৮ জুন) রাত ৮টায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের
সভাপতি সজল কান্তি দেব এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো, আবুল কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম সেলু, সাধারণ সম্পাদক মো: এমাদুর রহমান, মো: মিজানুর রহমান ও সুদর্শন দাস।
এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক কাঞ্চন গৌড়, গৌরাঙ্গ ভৌমিক, উজ্জ্বল পাসী ও শান্ত ভৌমিক।
সংবর্ধিত প্রবাসী প্রনয় পাল বলেন, এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে আমাকে সম্মনিত করায় সভাপতিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।