বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ২৪শে জুন ২০২৪ইং রোজ সোমবার
মাননীয় পুলিশ সুপার মহোদয়, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল, মৌলভীবাজার মহোদয় ও অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা জনাব বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০২নং ভূনবীর ইউপির অর্ন্তগত লইয়ারকুল(গোপালপুর) সাকিনের আসামী হারিছ মিয়ার বসত ঘর হইতে মাদক ব্যবসায়ী মোঃ হারিছ মিয়া(৬০), পিতা-মৃত মজিদ মিয়া, গ্রাম-লইয়ারকুল (গোপালপুর), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন।
অপর অভিযানে অদ্য ২৫ জুন, ২০২৪ খ্রিঃ, ভোর ০৫.৪৫ ঘটিকায় এসআই/মোঃ কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০২নং ভুনবীর ইউপির অন্তর্গত পশ্চিম আলিশারকুল গ্রামের সাহাব উদ্দিন এর বসত ঘরের দক্ষিণ পাশে শয়ন কক্ষ হইতে মাদক ব্যবসায়ী ১. মোঃ সাহাব উদ্দিন (৩০), পিতা-মোঃ আহাদ মিয়া, গ্রাম-পশ্চিম আলিশারকুল, ২. মোঃ মামন মিয়া (২৬), পিতা-মোঃ তুরাব মিয়া, সাং-বাদে আলিশা, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হইতে ৪৫(পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক: এম রহমান
ঠিকানা : গুলজান সিটি,লবনচরা,খুলনা