নোয়াখালী প্রতিনিধি
নতুন প্রজন্মকে বিজ্ঞানও প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে প্রতিবছরের ন্যায় এই বছর সুবর্ণচর উপজেলা বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছে। ২৩ জানুয়ারী মঙ্গলবার, সুবর্ণচর উপজেলা মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩ টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা যে যার মেধা খাটিয়ে নতুন, নতুন সব প্রযুক্তি উদ্ভাবন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সরকার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।