কুমিল্লায় জামাতের কর্মী সম্মেলনে -২০২৪ ইং
মো.অলিউল্লাহ কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লায়, বাংলাদেশ জামায়াতে ইসলামের ২০২৪ ইং সালের কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে কুমিল্লা টাউন হল ময়দান। জামাতের আমিরকে দেখতে টাউনহল ময়দানে লোক কানায় কানায় পরিপূর্ণ। যথাসময়ে উপস্থিত হলেন আমিরে জামাত ডঃ শফিকুর রহমান। জনগণের প্রিয় আমিরের তার মুখ থেকে নিষ্কৃত বাণী শোনার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন জনগণ। জামাতের আমির উপস্থিত হয়ে দেখলেন স্টেজে বড় বড় চেয়ার এবং তোয়ালে দেয়া রয়েছে। আর মাঠে সাধারণ চেয়ার দেখে তিনি কিছুটা রেগে গেলেন। প্রথমে তার চেয়ারের থেকে তোয়ালে তুলে নিলেন, পরবর্তীতে সবাইকে বললেন যখন আবার আসবো তখন যেন ইস্টেজে এবং ময়দানে একই রকম চেয়ার থাকে এই কথা বললেন। তার এই অবস্থা দেখে কুমিল্লাবাসী বিমোহিত মুগ্ধ, তিনি আরো বললেন পরবর্তীতে যখন আসবো মাঠে এবং স্টেজে যেন একই রকম চেয়ার থাকে। এই কথা শুনে কুমিল্লাবাসী তার প্রতি ফিদা হয়ে গেলেন। আমিরে জামাত বক্তৃতার শুরুতে, লাল গোলাপ দেখিয়ে, ২৪ এর গণ আন্দোলনের সৈনিকদেরকে ও প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি কুমিল্লা বাসীর দুটি দাবি নিয়ে কথা বললেন। একটি হলো কুমিল্লা নামে বিভাগ, অপরটি হল কুমিল্লা একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। শেখ হাসিনা যে কুমিল্লা নিয়ে কিছু কটুক্তি করেছেন সেই বিষয়ে ইঙ্গিত দিলেন। একজন প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। তা না হলে তিনি একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারেনা, এ বিষয়ে তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তার দল ক্ষমতায় গেলে, কুমিল্লা এয়ারপোর্ট এবং কুমিল্লা নরমের বিভাগ দিবেন।তার দল ক্ষমতায় গেলে সব দেশের সকল জেলার প্রতি ইনসাফ করা হবে,এমনকি গোপালগঞ্জ উপজেলার প্রতিও ইনসাফ করা হবে,।ল কারো প্রতি