সরকার আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচর জিগাতলা গ্রামের মামলাবাজ প্রতারক কালা মিয়া প্রতারণার ফাঁদে পরে বিদেশ প্রবাসী আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীন স্বামীর কষ্টার্জিত সহায় সম্বল হারাতে বসেছে। ইতিমধ্যেই মিথ্যা মামলার ফাঁদে ফেলে ঐ প্রবাসীর স্ত্রী শিলা পারভীনের কাছ থেকে ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক কালা মিয়া। শিলা বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে কালা মিয়ার নিজস্ব কোন জায়গা জমি ছিলনা। সে কারনে আজাদ মিয়ার ক্রয় করা জমিতে অস্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেন বিদেশ প্রবাসী আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীন। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক কালা মিয়া নিজেই জমিটি ক্রয় করিয়াছে বলে দাবী করে আসছে। এই নিয়ে কয়েক দফা গ্রাম্য শালিশ দরবার হয়েছে। অবশেষে প্রতারক কালা মিয়াকে ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা দিয়ে ঐ জমি প্রতারক কালা মিয়ার দখল থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকেই প্রবাসীর স্ত্রী শিলা পারভীনকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয়ভীতি এবং মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে কালা মিয়া। এ নিয়ে প্রবাসীর স্ত্রী একটি মামলাও করেন কালা মিয়ার বিরুদ্ধে। ফলে কালা মিয়া ক্ষিপ্ত হয়ে প্রবাসীর মেয়ে আজমিরাকে রাস্তায় একা পেয়ে বেধরক মারপিট করে। এতে করে আজমিরা মারাত্মকভাবে আহত হয়। তাকে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার মা শিলা পারভীন জানান চিকিৎসা শেষেই এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। প্রতারক কালা মিয়া মা মজিদা বেগম অভিযোগ করে বলেন আমার ছেলে মোটেও ভালো না। সে নিজের স্বার্থের জন্য আমাকেও খুন জখম করে প্রবাসী ঐ পরিবারের উপর দোষ চাপাতে পারে। আপনারা ব্যাপারটি একটু সু-নজরে দেখবেন।
সরকার আব্দুর রাজ্জাক
বকশীগঞ্জ, জামালপুর।