সরকার আব্দুর রাজ্জাক (কশীগঞ্জ)
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২২ ডিসেম্বর
শুক্রবার বিকেলে নীলক্ষীয়া ইউনিয়নের নতুন বাশকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ নুর মোহাম্মদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুম,
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুবায়ের হোসেন হিটলার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সরকার আব্দুর রাজ্জাক
বকশীগঞ্জ জামালপুর
২২/১২/২০২৩