মেহেদী হাসান, বরগুনা
৩ আগস্ট: শনিবার সকাল সাড়ে এগারোটায় বরগুনা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের গণমিছিলে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শহরের রাস্তাগুলো উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাতে রাস্তায় নামেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বরগুনা কেন্দ্রীয় সদরঘাট মসজিদ ও বরগুনা প্রেসক্লাব চত্বরে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। দুপুর ১২টা পর্যন্ত অবস্থান শেষে আবারও শহরের বিভিন্ন সড়ক হয়ে বরগুনা টাউন হল মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে সমবেত হয়।
এই কর্মসূচিতে সমন্বয়ক মুঈদ হাসান, মীর নিলয়, জিসান আক্তার বাধন, ইমাম হোসেন, রাশেদুল ইসলাম রেশান, সাজ্জাদ হোসেন আশিকসহ কোটাবিরোধী নেতারা ছাত্র জনতার গণমিছিলের ডাক দেন। তারা শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ বরগুনার সর্বস্তরের নাগরিকদের এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
বরগুনায় কোটা সংস্কার আন্দোলন জনসমর্থন পাওয়ায় আন্দোলনকারীরা আরও উৎসাহিত হয়েছেন। তারা আশা করছেন, তাদের এই আন্দোলনের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিভাবান শিক্ষার্থীদের সুযোগ পাওয়া নিশ্চিত করা সম্ভব হবে।