দিনাজপুর (খানসামা) প্রতিনিধিঃ
রিসাদ হোসেন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রতিষ্ঠিত ইসলামিক সংগঠন প্রিচিং অফ ইসলামের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।
আজকে সকাল দশটায় ইছামতি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে পেশার ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইনটি শুরু করা হয়। উক্ত ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন ডাঃ রুহুল আমিন,এমবিবিএস,বিসিএস,এমডি ফিজিওলজি। পেশার,ডায়াবেটিস পরীক্ষা ইহা ছাড়াও উপস্থিত সকলকে নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে সুস্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের নির্দেশ প্রদান করেন। রাত জাগা,না জেনে এন্টিবায়টিক ওষুধ সেবন,শ্বাসকষ্ট থেকে বাঁচতে বাইরে বের হলে ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ম্যাক্স ব্যবহার সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন ।উপস্থিত কয়েকজনের স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর ও প্রদান করেন।
ইহা ছাড়াও উক্ত ক্যাম্পেইনে প্রিচিং অফ ইসলামের কার্যক্রম বিষয় বক্তব্য দেন মো:জাকির হোসেন,পরিচালক, উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুল
তিনি বলেন আমরা প্রিচিং অফ ইসলামের মাধ্যমে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার লক্ষ্যে খুতবার পাশাপাশি প্রতিমাসে দেশ বরেণ্য আলেমগণকে নিয়ে ইসলামিক সেমিনার আয়োজন করবো।
খুব দ্রুতই এই সংগঠনটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে যেমন:দাওয়াহ সেন্টার,মসজিদ,মাদ্রাসা,লাইব্রেরী সহ চিকিৎসা কেন্দ্র এর মাধ্যমে সর্বস্তরের লোকের ইসলামী জ্ঞানের পরিধি বৃদ্ধি নিশ্চিতকরণ । মাতৃভাষায় মেধা বিকশিত করে আরবী ও ইংলিশ ভাষায় দক্ষতা অর্জন করা। ইসলামের নীতি- নৈতিকতা প্রচার ও প্রসার। সুশৃংখল সমাজ গঠনে ইসলামী নীতিলার বাস্তবায়ন ।
সমাজের সমস্যাগুলো সনাক্তকরণ এবং সমাধান সহ সমাজের জনকল্যাণমূলক কাজে প্রিচিং অফ ইসলাম প্রতিষ্ঠানটি সর্বদা নিয়োজিত থাকবে ইনশা আল্লাহ।
আলোচনা সভা শেষে পুনরায় পেশার ও ডায়বেটিস পরীক্ষা করা হয়।উক্ত ক্যাম্পেইনে দুই শতাধিক জন সেবা নেন। ক্যাম্পেনটি সফল করার জন্য প্রিচিং অফ ইসলামের সদস্যগণ সহ কয়েকজন স্বেচ্ছাসেবী সহযোগিতা করেন।
উপস্থিত ক্যাম্পেইনে সেবা গ্রহণকারী কয়েকজন কে ক্যাম্পেইন আয়োজন বিষয় প্রশ্ন করায় তারা উত্তরে আমাদেরকে জানান: এরকম স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইনের আয়োজনে তারা খুবই খুশি হয়েছেন।