বকশীগঞ্জ প্রতিনিধি সরকার আব্দুর রাজ্জাক
জামালপুরের বকশীগঞ্জে দুইদিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান প্রবীণ সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মেলায় স্থাপিত ১২ স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন কার্যক্রম গুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন।
সরকার আব্দুর রাজ্জাক
বকশীগঞ্জ জামালপুর।
২৯/১/২০২৪