জোনাইদাল হাবীব সিয়াম
স্টাফ রিপোর্টার,গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী।
মৃত তিন শিক্ষার্থী হলেন, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।
পুলিশ জানিয়েছে, তারা ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী এবং টঙ্গী থেকে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বাংলাদেশ টাইমস.নিউজকে বলেন’আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫-২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির ছয়টি বাস পিকনিক স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাঁচটি বাস নিরাপদে চলে গেলেও একটি বাসের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটে যায়। এতে তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি দুজন গুরুতর আহত হন।
মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।