গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা গাইবান্ধা কর্তৃক অপরাধ রোধ কল্পে পরিচালিত নিয়মিত অভিযানে ৪ ফেব্রুয়ারী সকাল ৯.৩০ ঘটিকায় ফুলছড়ি উপজেলার পশ্চিম জিগা বাড়ির চরে (বর্তমান বসবাসরত) জনৈক আব্দুল হামিদ ডাক্তারের ছেলে আব্দুস সোবাহান ওরফে নাড্ডুর গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা ০৯ টি বস্তায় মোড়ানো বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে মাদক কারবারী নাড্ডুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
আজ ০৫ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, এ-সার্কেল ধ্রুব জ্যোতিময় গোপ , জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা সহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দু।
এবিষয়ে নাড্ডুর বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত আসামী নাড্ডু সদর উপজেলার পারদিয়ারা(কামারজানি)গ্রামের স্থায়ী বাসিন্দা।