অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুরে বিস্ফোরক আইনে করা মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩২ জন । জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিশেষ ট্রাইব্যুনাল – ৩ গাজীপুরের বিচারক মোঃ বাহউদ্দিন এ আদেশ দেন।
আদালতে শুনানিকালে বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন ড.সহিদুজ্জামান , মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন , শফিকুল আলম মিলু। মামলা শুনানিকালে রাষ্ট্রপক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদাল সূত্রে জানা যায়, গাজীপুরে মনিপুরের খাসপাড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মোতালেব মেম্বার কে প্রধান আসামি করে ১৮ জনের নামে জয়দেবপুর থানায় মামলা হয়। জয়দেবপুর থানায় মামলাটি করেন এস আই দিলীপ সরকার।
২০১৫ সালের আগস্ট মাসে এস আই ইমদাদুল হক মামলার তদন্ত করে তারেক রহমানকে সংযুক্ত করে ৩২ জনের নামে চার্জশিট দাখিল করেন। আদালতে শুনানি শেষে মিথ্যা প্রমানিত হওয়ায় রবিবার মামলা থেকে মুক্তি দেওয়া হয়।