বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:-
অষ্টগ্রাম পল্লী উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি জাকির হোসেন মুকুল ও সহ-সভাপতি আনোয়ার হোসেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাভুক্ত অষ্টগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আওতাভুক্ত ৩(তিন) বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় থাকে। এতে বেসরকারিভাবে সভাপতি পদে জাকির হোসেন মুকুল ও সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছে। গতকাল বুধবার অষ্টগ্রাম উপজেলার পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয়ের হল রুমে ৬(ছয়টি) নির্বাচিত এলাকায় ১৫৪ জন ভোটারের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিটির সভাপতি সৈয়দ হুসেন এর উপস্থিত থেকে ছয় সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। জানা যায়, গত ০২/১০/২০২৪ইং তারিখে কমিটির মেয়াদ শেষ হলে দীর্ঘদিন পর্যন্ত এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। পরে ০৬/১১/২৪ইং তারিখে তফসিল ঘোষণা করার পর ১৮/১২/২৪ নির্বাচনের মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: দিলশাদ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ সাংবাদিক ও শতাধিক লোকের সদস্যবৃন্দের উপস্থিতি ছিলেন।
বার্তা প্রেরক
বিজয় কর রতন
মিঠামইন কিশোরগঞ্জ