স্টাফ রিপোর্ট:
গত কাল বান্দরবানের রুমায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি(জীপ গাড়ি) উল্টে অনিল ত্রিপুরা (২৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন।
রোববার ( ১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রুমা-কেওক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনিল ত্রিপুরা (২৯) ২নং রুমা সদর ইউপির বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে।
আহত ব্যক্তিরা হলেন- পাইন্দু ১ নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার মং শৈথোয়াইয়ের ছেলে প্রুসাও মার্মা(৪৮) ও রুমা সদর ইউপির থানা পাড়া এলাকার হ্লাথোয়াইপ্রু’র ছেলে উহ্লাচিং মার্মা(৩৫)।
স্থানীয়রা জানায়, রুমা-কেওক্রাডং সড়কের কাঠ বোঝাই করে রুমার দিকে যাওয়ার পথে মুনলাই পাড়া এলাকায় পৌছালে গাছসহ গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে শ্রমিকটি নিহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাজাহান জানান ঘটনাস্থলে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে।